সামিকে জিজ্ঞাসাবাদ করলেও তার প্রতি কোনো অভিযোগ আনা হয়নি। সালমান নাসের নামে পিসিবি এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত চলছে।
সামির বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় অবশ্য দুবাইয়ের টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য ছাড়পত্রও দেওয়া হয়েছে তাকে।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, পিএসএলে সামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় শুক্রবার তাকে তলব করে পিসিবির দুর্নীতি দমন কমটি। কিন্তু কোনো ম্যাচে বা কিভাবে ফিক্সিং করেছেন পিসিবির পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত ব্যাখ্যা করেনি পিসিবি।
এদিকে সম্প্রতি সামি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও মাঠ মাতিয়ে গেছেন। গত আসরের মতো এবারও তিনি রাজশাহী কিংসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিলেন। যেখানে ২০০১ সালে পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৩৬ বছর বয়সী এই ফাস্ট বোলারের।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস