ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরের সাফল্যের ‘রহস্য’ বললেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রংপুরের সাফল্যের ‘রহস্য’ বললেন মাশরাফি সাকিবকে কী বলছেন মাশরাফি? (ম্যাচ শেষে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক ও রংপুর রাইডার্স অধিনায়ক)। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: অন্য কিছু নয়, খেলোয়াড়েরা স্বাধীনভাবে খেলার সুযোগ পেয়েছে বলেই টুর্নামেন্টে এতো চড়াই-উতরাইয়ের পরও চ্যাম্পিয়ন হিসেবে শেষ হাসি হাসতে পেরেছে রংপুর রাইডার্স। এমনটিই মনে করেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মিরপুরে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে মাশরাফি ‘খোলাসা’ করলেন সাফল্যের ‘রহস্য’।

ঢাকা ডায়নামাইটসে ৫৭ রানে হারিয়ে দেওয়া দলের ‘চ্যাম্পিয়ন’ অধিনায়ক বলেন, ‘গ্রুপ পর্ব পার করার পর চতুর্থ দল হিসেবে খেলে ফাইনালে উঠলাম…আমাদের সবার জন্য একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগটি পেয়েছি সেটা কাজে লাগাতে হবে।

আর একটা জিনিস করি, আমরা অলআউট (সর্বাত্মক) ক্রিকেট খেলি...ফ্রিডম (স্বাধীনভাবে) নিয়ে। যেটা করতে মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। ’

ফাইনালে ক্রিস গেইল (১৪৬*) ও ব্রেন্ডন ম্যাককালামের (৫১*) তাণ্ডব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, ‘গেইল-ম্যাককালামকে বলা ছিল, যেহেতু তোমরা শটস খেলতে পছন্দ করো, তাহলে সেটাই করো। গো অ্যান্ড প্লে। স্বাধীনভাবে খেলা... কোনো ব্লেমিং (দোষারোপ) নেই। কেউ কাউকে ব্লেমিং করিনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ’

দল হিসেবে রংপুর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেও অধিনায়ক হিসেবে মাশরাফির হাতে শোভা পেলো চতুর্থ বিপিএল শিরোপা। আর এর কারণ হিসেবে মাশরাফি এগিয়ে রাখলেন ভাগ্য ও চেষ্টাকে।  

তিনি বলেন, ‘ভাগ্য সহায় না হলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্য সহায়, তাই পারছি। তবে অবশ্যই প্রচেষ্টা বড়। অাবার শুধু ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না, আপনাকে চেষ্টাও করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যে কোনো ভালো কিছু করতে হলে ভাগ্য অবশ্যই সঙ্গে থাকতে হয়। আমি বিশ্বাস করি এটাই। ’

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।