টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে । বোলিংয়ে বাংলাদেশের হয়ে মোর্শেদ একাই ৪ উইকেট নেন।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মহসিনের অপরাজিত ৫১ রানে ভর করে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এছাড়া মিঠু ২৫, উজ্জ্বল ১৮ রান করেন।
শিরোপা জয়ের স্বপ্নে গত ১৩ই ডিসেম্বর ২০ সদস্যের বাংলাদেশ দল নেপালে উদ্দেশে রওনা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের পুরো নেপাল সফরের পৃষ্ঠপোষকতায় আছেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস