ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওভারে সাত ছক্কার রেকর্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ওভারে সাত ছক্কার রেকর্ড! ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বে নতুন এক নজির হলো। এক ওভারেই সাত ছক্কার রেকর্ড! এর আগে ক্রিকেটে এক ওভারে পাঁচবার ছয় ছক্কা দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার সেটিকেও ছাড়িয়ে গেল। শ্রীলঙ্কান তরুণ ব্যাটসম্যান নভিন্দু পাহসারা এমন কীর্তি গড়ে।

‘মুরালি গডনেস কাপে’ নামে শ্রীলংকা অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হয় একটি টুর্নামেন্ট। যেখানে ফাইনালের মঞ্চে এমন রেকর্ডে নাম লেখায় পাহসারা।

৩৬ ওভারের এ ম্যাচে ৮৯ বলে ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। সাত ছক্কার ওভারের একটি ছিল নো-বল।

পাহসারার কীর্তির দিনে তার দল সাত উইকেটে ২৮৩ রান তোলে। পরে ম্যাচ জিতে চ্যাম্পিয়নও হয় তারা। পাহসারার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।