ওয়ানডে র্যাংকিংয়ের বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম। যেখানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯২।
ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের সামনে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট নিয়ে শেষ করার সুযোগ থাকছে। ৮৭ পয়েন্ট নিয়ে শেষ করতে পারে শ্রীলঙ্কা। আর জিম্বাবুয়ের ক্ষেত্রে ৬১ হতে পারে।
রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ার পরও অবশ্য কোনো দলেরই নেই র্যাংকিং উন্নতির খুব একটা সুযোগ। তবে বাংলাদেশ যদি বাজে খেলে আর শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ পায় সাফল্য, সেক্ষেত্রে হতে পারে অন্যরকম কিছু।
যদি শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ জিতে এবং বাংলাদেশ সবগুলো ম্যাচ হারে, তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে চলে আসতে পারে ৮৪’তে। সেক্ষেত্রে লঙ্কানদের কাছে টেবিলের সপ্তম স্থান হারাতে হবে সাকিব-তামিমদের।
অন্যদিকে শ্রীলঙ্কার সবকটি ম্যাচ হারলে রেটিং পয়েন্ট ৮১ এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে ৫১ হবে। তবে এতে করে স্থান পরিবর্তন হওয়ার সুযোগ থাকছে বললেই চলে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস