যেখানে টসে হারা স্বাগতিক অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইনিংসের বিরতি চলছে।
রঙ্গিন পোশাকের স্পেশালিস্ট ব্যাটসম্যান ফিঞ্চ ইংল্যান্ডকে পেলে দুর্দান্ত কিছুই করে বসেন। যেখানে ২৪ ইনিংসে ইংলিশদের বিপক্ষে পাঁচটি সেঞ্চুরি করেছেন এ ডানহাতি, ওয়ানডেতে চারটি ও টি-টোয়েন্টিতে একটি। অন্য প্রতিপক্ষদের বিপক্ষে তিনি ৯১ ইনিংসে ক্যারিয়ারের অন্য পাঁচটি সেঞ্চুরি করেছেন।
এদিকে মেলবোর্নের এমসিজি মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চের ব্যাটিং গড় ১২১। তার তিনটি সেঞ্চুরির স্কোর যথাক্রমে ১২১, ১৩৫ ও আজকেরটি ১০৭।
এদিন দলীয় ১০ রানে অজিদের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত দুই রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। ২৩ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে মিচেল মার্শের সঙ্গে দারুণ জুটি গড়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ।
১১৯ বলে ১০টি চার ও তিনটি ছক্কায় ১০৭ করে মঈন আলীর বলে বিদায় নেন। মার্শের ব্যাট থেকে আসে ৫০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মার্কাস স্টোইনিস। ৪০ বলে পাঁচ চার ও দুটি ছক্কায় ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার।
শেষ দিকে টিম পেইন (২৭) ও প্যাট কামিন্সের (১২) ছোট দুটি ইনিংসে ভর করে ৩০০ রানের কোঠা পার করে অজিরা।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেপ পান পেসার লিয়াম প্লাঙ্কেট। দুই উইকেট নেন স্পিনার আদিল রশিদ।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস