ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার সহিংসতা বন্ধে সাঙ্গাকারার আহবান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
শ্রীলঙ্কার সহিংসতা বন্ধে সাঙ্গাকারার আহবান ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার অব্যাহত সহিংসতা বন্ধে আহবান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ব্যাটিং পিরামিড কুমার সাঙ্গাকারা।

বুধবার (৭ মার্চ) ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান।

সাঙ্গাকারা বলেন, ‘শ্রীলঙ্কার একটি মানুষও ধর্ম কিংবা সাম্প্রদায়িকতার যাঁতাকলে পিষ্ঠ হবে না।

আমরা এমন একটি জাতি যেখানে সবাই এক। ভালবাসা, বিশ্বাস এবং গ্রহনযোগ্যতাই আমাদের স্লোগান। দাঙ্গা এবং বর্ণবৈষম্যের কোনো জায়গা আমাদের মাটিতে নেই। আপনারা থামুন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। ’

উল্লেখ্য গেল রোববার হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে শ্রীলঙ্কার ক্যান্ডি। মুসলমানদের বিভিন্ন দোকানে হামলা চালোনো হয়। পরদিন শহরটির বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়। ফলে ১০ দিনের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ৭ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।