ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ রাবাদার শীর্ষে ফেরা, টপ টেনে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
নিষিদ্ধ রাবাদার শীর্ষে ফেরা, টপ টেনে ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্স ও কাগিসো রাবাদা র‌্যাংকিংয়েও দাপট দেখালেন। বোলারদের নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করেছেন রাবাদা। ব্যাটিংয়ে সেরা দশে ফিরলেন ডি ভিলিয়ার্স।

প্রথম ইনিংসে ১২৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এবি। ১৩৯ রানের লিড পায় প্রোটিয়ারা।

বোলিং প্রান্ত থেকে অজিদের তোপের মুখে রাখেন ২২ বছর বয়সী রাবাদা। দুই ইনিংসে ১১টি উইকেট (৫ ও ৬) দখল করেন এই ডানপাতি পেস সেনসেশন।

৬ উইকেটের উড়ন্ত জয়ে চার ম্যাচের হোম সিরিজে ১-১ সমতায় দ. আফ্রিকা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাবাদার দুই টেস্টের নিষেধাজ্ঞা। সিরিজই শেষ হয়ে গেছে তার।  নিষিদ্ধ রাবাদার সিরিজ শেষ

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শুরু করা রাবাদা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে হটিয়ে হারানো অবস্থান ফিরে পেয়েছেন। রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৯০২। দু’জনের মধ্যে পয়েন্টের পার্থক্য ১৫।

প্রথম টেস্টের ৯ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দ্বিতীয় ম্যাচে মাত্র ১টি উইকেটের দেখা পান। র‌্যাংকিংয়েও এর প্রভাব পড়েছে। চার ধাপ অবনমনে নবম স্থানে নেমে গেছেন স্টার্ক।

প্রায় দু’বছর পাঁচদিনের ম্যাচের বাইরে ছিলেন ডি ভিলিয়ার্স। লম্বা বিরতিতে মিস করেন ১৮টি টেস্ট। ২০১৫ সালের জানুয়ারির পর এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি।

সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডি ভিলিয়ার্স পাঁচ ধাপ টপকে সাত নম্বরে উঠে এসেছেন। শীর্ষস্থান যথারীতি অজি অধিনায়ক স্টিভেন স্মিথের দখলে। টপ সিক্সের বাকি পজিশনগুলোও অপরিবর্তিত। স্মিথের চেয়ে ৩১ পয়েন্ট পিছিয়ে বিরাট কোহলি। যথাক্রমে ৯৪৩, ৯১২।

ডি ভিলিয়ার্সের টিমমেট হাশিম আমলা এক ধাপ এগিয়ে ৯-এ নাম লিখিয়েছেন। পাকিস্তানের আজহার আলী এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন। দুই ধাপ অবনমনে দশে ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। টপ টেনের বাইরে চলে গেছেন ‍নিউজিল্যান্ডের রস টেইলর (১১তম)।

অলরাউন্ডার তালিকার শ্রেষ্ঠত্ব সাকিব আল হাসানের হাতেই। সেরা পাঁচে বাংলাদেশ আইকনের পেছনে যথাক্রমে রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস ও ভারনন ফিল্যান্ডার। সাকিবের (৪২১) চেয়ে ৩০ রেটিং পয়েন্ট দূরে জাদেজা।

এক নজরে সেরা দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, চেতশ্বর পুজারা, এবি ডি ভিলিয়ার্স, আজহার আলী, হাশিম আমলা ও অ্যালিস্টার কুক।

টপ টেন বোলার: কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশ হ্যাজলউড, নেইল ওয়াগনার, রঙ্গনা হেরাথ, ভারনন ফিল্যান্ডার, মিচেল স্টার্ক, নাথান লায়ন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।