ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কালো ব্যাজ পরে মাঠে নামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কালো ব্যাজ পরে মাঠে নামলো বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নেপালে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটাররা নিজেদের হাতে কালো রঙের আর্মব্যান্ড পরে নামেন।ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ারি মুখোমুখি হয়েছে টাইগাররা।

এর আগে সংবাদমাধ্যমকে কালো ব্যাজ পড়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা প্লেন বিধ্বস্তে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ফেসবুকে স্ট্যাটাসে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

গত সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে ১৮ আরোহীকে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।