ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেম্পারিংয়ে অভিযুক্ত স্মিথ এক টেস্টে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টেম্পারিংয়ে অভিযুক্ত স্মিথ এক টেস্টে নিষিদ্ধ স্টিভেন স্মিথ

বল টেম্পারিংয়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে একটি টেস্টে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। যদিও এই টেস্টের মাঝ পথেই তিনি নেতৃ্ত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 

নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পরের টেস্ট, মানে জোহার্নেসবার্গে চতুর্থ ও শেষ টেস্টে খেলা হচ্ছে না স্মিথের। আর টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ক্যামেরুন ব্যানক্রফ্টকে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এছাড়া ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: অজিদের বল টেম্পারিং নিয়ে তোলপাড়
 বল বিকৃতি স্বীকার করলেন স্মিথ-ব্যানক্রফ্ট  
প্রধানমন্ত্রীর ইঙ্গিতে নেতৃত্ব হারাচ্ছেন স্মিথ
টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার
অবসর ভেঙে নেতৃত্বে ফিরতে প্রস্তুত ক্লার্ক

আইসিসি স্মিথের ওপর অভিযোগ এনে জানিয়েছে, তিনি খেলার স্প্রিটের ওপর আঘাত করেছেন।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন স্মিথকে ম্যাচ ফি’র শতভাগ অর্থ জরিমানা করেন। আর তার নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট দেন।

নির্দিষ্ট দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট অথবা সীমিত ওভারের দুটি ম্যাচে নিষেধাজ্ঞা হয় (যে ম্যাচ আগে হবে সেটিই গন্য হবে)। আর স্মিথ যেহেতু এক কারণেই চার ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ফলে তাকে পরের টেস্টে দেখা যাবে না।

আগামী ৩০ মার্চ থেকে জোহার্নেসবার্গের ওয়ান্ডারেসে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।