ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম, ইমরুল ও লিটনকে রেখে দিচ্ছে কুমিল্লা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
তামিম, ইমরুল ও লিটনকে রেখে দিচ্ছে কুমিল্লা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন নিয়ম অনুযায়ী ষষ্ঠ আসরে দেশি, বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের আসরের চারজন ক্রিকেটার রেখে দিতে পরবে। সেই মোতাবেক আগের আসরে খেলা তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস ও শোয়েব মালিককে রেখে দিচ্ছে ৩য় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বোঝাই যাচ্ছে প্রথম তিনজন দেশি ও শোয়েব মালিককে বিদেশি কোটায় রাখা হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলীয় সূত্র সোমবার (১ অক্টোবর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

চলতি মাসের ২৫ অক্টোবর বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দল গুলো। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিপিএল দলগুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার কথা ছিল।

এদিকে জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।