ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে থাকছেন লিটন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ঢাকা টেস্টে থাকছেন লিটন! লিটন দাশ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে বুধবার (২৮ নভেম্বর) সকালে ব্যাটিং অনুশীলনে নেমে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। যদিও বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি এবং চোট ততটা গুরুতর নয়। তাই তাকে একদিনের বিশ্রাম দেয়া হয়েছে।

তবে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড। তাই বিকল্প হিসেবে রাখা হচ্ছে লিটন দাশকে।

বিসিএল খেলতে বগুড়ায় গেলেও জানা যায়, লিটনকে নাকি ইতোমধ্যে ঢাকায় ফিরে আসার ব্যাপারে বলা হয়েছে।

এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলানিউজকে বলেন, ‘মুশফিকের যেহেতু একটি চোট আছে, তাই আমরা লিটনকে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করছি। তবে লিটনের খেলা নির্ভর করছে মুশফিকের সর্বশেষ মেডিক্যাল রিপোর্টর ওপর। ’

আগামী শুক্রবার (৩০ নভেম্বর) মিরপুর শের ই বাংলায় ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ৬৪ রানে জিতে ১-০তে এগিয়ে আছেন বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৮
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।