ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রমানের সুবর্ন সুযোগের সামনে দাঁড়িয়ে ভারত। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের থেকে ২১৯ রানে পিছিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। হাতে আছে ৬ উইকেট।
ভারতের শেষের দিকের ব্যাটসম্যানরা আরও কিছুটা সময় উইকেটে টিকে থাকতে পারলে অস্ট্রেলিয়া আরও দুর্দশায় পড়তে পারতো। এক প্রান্তে আজিঙ্কা রাহানে টিকে থাকলেও অপর প্রান্ত থেকে শুধু আসা-যাওয়া চলে ভারতীয় ব্যাটসম্যানদের।
মিশেল স্টার্ক ও নাথান লায়নের আক্রমণের সামনে চতুর্থদিন বেশিক্ষণ টিকতে পারেনি ভারতীয়রা। ৩০৭ রানেই অল আউট। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিক অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে অপরাজিত আছেন শন মার্শ (৩১) ও ট্রাভিস হেড (১১)।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।