মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন,‘কোন ফ্র্যাকচার নেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে ওশানে থমাসের বল লিটন দাসের বাঁ পায়ে আঘাত হানলে গুরুতর চোট পান। ওই ওভারে থমাসের তৃতীয় বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে ফ্লিপ করতে গিয়ে লাইন মিস হলে দ্রুতি গতির বলটি তার পেছনের পায়ের গোড়ালিতে গিয়ে লাগে।
তাৎক্ষণিক ব্যাটিংয়ের জন্য উঠে দাঁড়াতে না পারলে স্ট্রেচারের করে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে নেয়া হলে এক্সরের জন্য তিনি লিটনকে মিরপুরস্থ ডিজিল্যাবে পাঠানোর পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এইচএল/এমএমএস