বছরের বাকি আরও অর্ধ্ব মাস। কিন্তু এই সময়ে আর কোনো ওয়ানডে খেলবে না বাংলাদেশ।
২০১৮ সালে ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের হিসেবে এটি বছরের তৃতীয় সেরা। ২৪ ম্যাচে ১৭ জয় নিয়ে সবার উপরে ইংল্যান্ড। আর ২০ ম্যাচে ১৪ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।
দলীয় সাফল্যের বছরে ব্যক্তিগত অর্জনেও খুব একটা পিছিয়ে নেই টাইগাররা। ওয়ানডেতে বছরের সেরা ১০ রান সংগ্রাহকদের তালিকার ১০ নম্বর স্থানে আছেন মুশফিকুর রহিম। ১৯ ম্যাচ খেলে তার রান ৭৭০। শীর্ষে থাকা কোহলির রান ১৪ ম্যাচে ১২০২। ১২ ম্যাচে ৬৮৪ রান নিয়ে তালিকার ১৪ নম্বর স্থানে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর ১৫ ম্যাচে ৪৯৭ রান নিয়ে ২৩তম স্থানে সাকিব আল হাসান।
ওয়ানডেতে বছরের সেরা ব্যাটিং গড়ের তালিকায় ৩ নম্বর স্থানে আছেন তামিম ইকবাল। ১২ ম্যাচে ৮৫.৫০ গড়ে রান করেছেন তিনি। শীর্ষে থাকা বিরাট কোহলির গড় ১৩৩.৫৫। তালিকার ১১ নম্বরে আছেন ইমরুল কায়েস (৬২.২৮)। আর ১৯ নম্বরে আছেন মুশফিক (৫৫.০০)।
২০১৮ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে আছেন তামিম ইকবাল। ১২ ম্যাচে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস মোট ৮টি। শীর্ষে থাকা কোহলির ঝুলিতে আছে ৯টি ইনিংস। ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ১২তম স্থানে আছেন মুশফিক।
২০১৮ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন মোস্তাফিজুর রহমান। ১৮ ম্যাচে তার সংগ্রহ ২৯ উইকেট। শীর্ষে থাকা আফগান স্পিনার রশিদ খানের সংগ্রহ ২০ ম্যাচে ৪৮ উইকেট। ২৬ উইকেট নিয়ে তালিকার ১১তম স্থানে আছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি। ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তালিকার ১৭তম স্থানে আছেন টাইগার পেসার রুবেল হোসেন।
১৯ ম্যাচে ২৩ ডিসমিসাল নিয়ে বছরের সেরা উইকেটরক্ষকদের তালিকায় ৬ নম্বরে আছেন মুশফিক। শীর্ষে আছেন ২৩ ম্যাচে ৩৫ ডিসমিসালের মালিক ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার।
২০১৮ সালে ৭ম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের ইমরুল-সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে গত অক্টোবরে ঢাকায় ১২৭ রানের জুটি গড়েছিলেন এই দুই টাইগার ব্যাটসম্যান।
জুটিতে রানের বিচারে বছরের সেরাদের তালিকায় ৫ম স্থানে আছেন বাংলাদেশের ইমরুল কায়েস-সৌম্য সরকার জুটি। গত ২৬ অক্টোবর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ২২০ রান আসে। ২০৭ রান নিয়ে এই তালিকার ৯ম স্থানে আছে তামিম-সাকিব জুটি। গত জুলাইয়ে উইন্ডিজ সফরে এই কীর্তি গড়েছিলেন এই দুই অভিজ্ঞ তারকা।
২০১৮ সালে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা তারকাদের মাঝে ১১তম স্থানে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ (২০)। সমান ম্যাচ খেলে ১২তম স্থানে আছেন মাশরাফি।
অধিনায়ক হিসেবে ২০১৮ সালে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি। তিনি মোট ২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ২২ ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দিয়ে সবার উপরে আছেন এয়ুইন মরগান।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএইচএম