তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন দলটি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবকে ২০১৬ আসরের পর ছেড়ে দেয়। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন সাকিব।
নিজেদের দিকে বাংলাদেশিদের আগ্রহ ফেরাতে ২০১৯ আইপিএলে একজন বাংলাদেশি ক্রিকেটার নিতে চাইছে কেকেআর। কিন্তু কাকে তা স্পষ্ট করে জানায়নি তারা। পরামর্শ চেয়েছে বাংলাদেশি সমর্থকদের কাছেই!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (১৪ ডিসেম্বর) এক পোস্টের মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের মতামত জানতে চেয়েছে কেকেআর। পোস্টে লিখেছে, ‘কেকেআরের বাংলাদেশি সমর্থকরা! যেহেতু আপনারাই আপনাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো জানেন, তাই আপনাদের সুযোগ দেয়া হলো আমাদের জানান বাংলাদেশের কোন খেলোয়াড়কে ২০১৯ আইপিএলে কেকেআরে দেখতে চান। আপনার পরামর্শ একটি ভিডিওতে জানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন। ’
তবে বাংলাদেশের সমর্থকদের জন্য খুব বেশি ভাবার জায়গা রাখেনি আইপিএল। মোট ৯ জন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলার আগ্রহ দেখিয়ে রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত কেবল মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদই থাকছেন নিলামে। কেকেআর সুযোগ পেলে এ দুজনের মধ্য থেকেই কাউকে কিনতে পারবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমকেএম