পুরো সফরের মতোই সোমবারের (১৭ ডিসেম্বর) ম্যাচেও রানের ফুলকি ছুটিয়েছেন সাইই হোপ। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে কেবল দুজন পার হতে পেরেছেন ১০এর ঘর। দলের এমন ভেঙে পড়া অবস্থায় অধিনায়কের কিছুটা খেপে যাওয়া স্বাভাবিক। তেমনটাই প্রকাশ পেলো সাকিবের কন্ঠেও।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেন, ‘একমাত্র টস ছাড়া আজ সব কিছুই ভুল ছিল। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। কমপক্ষে ১৭৫ রান করলেও টিকে থাকার লড়াই করা যেতো। কেনো ভালো ব্যাট করেনি সেটা অন্যদের কাছে জিজ্ঞেস করুন। আমি সবার হয়ে জবাব দিতে পারবো না। আমি শুধু বলতে পারি, আজ কিছুই ঠিক মতো কাজ করেনি। আমরা যাই করেছি তা কাজ করেনি। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এমকেএম