গেল ২০ ডিসেম্বরের (বৃহস্পতিবার) ওই ম্যাচে টাইগার দলপতি সাকিব আল হাসানকে নির্ধারিত সময়ের চাইতে এক ওভার ও ক্যারিবিয়ান দলপতি কার্লোস ব্র্যাথওয়েটকে দুই ওভার স্লো বলে উল্লেখ করেছেন আইসিসি'র এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্রো। এজন্য দু'দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।
স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফি'র ২০ ভাগ ও তার সতীর্থদের ম্যাচ ফি'র ১০ ভাগ করে জরিমানা করা হয়েছে। এছাড়া হুঁশিয়ার করা হয়েছে যে টি টোয়েন্টিতে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ একই ঘটনা আরেকবার ঘটালে সেটা অধিনায়ক হিসেবে সাকিবের অপরাধ বলে গণ্য হবে এবং সেজন্য তাকে সাময়িক বহিষ্কার করা হবে।
অন্যদিকে, কার্লোস ব্র্যাথওয়েটকে তার ম্যাচ ফি'র ৪০ ও সতীর্থদের ২০ ভাগ করে জরিমানা করা হয়েছে। হুঁশিয়ার করা হয়েছে, টি টোয়েন্টিতে আগামী এক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একই ঘটনা আরেকবার ঘটালে সেটা অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটের অপরাধ বলে গণ্য হবে এবং সেজন্য তাকেও সাময়িক বহিষ্কার করা হবে।
ম্যাচ শেষে দুই অধিনায়কই তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের ওপর অর্পিত জরিমানা মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এইচএল/এসআই