ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ‘নতুন’ অধিনায়ক আর্চি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ‘নতুন’ অধিনায়ক আর্চি আর্চি শিলার। ছবি: সংগৃহীত

টেস্ট দলে সুযোগ হয়ে গিয়েছিল আগেই। তখনই আর্চি শিলার জানিয়ে দেয় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হতে চায় এবং বিরাট কোহলির উইকেট নিতে যায়। শেষ পর্যন্ত তার দাবী মেনে নিয়ে ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের বক্সিং ডে টেস্টে আর্চিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আসলে আর্চির বয়স মাত্রই ৭ বছর। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সময়ই আর্চিকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের অন্তর্ভূক্ত করা হয়।

সাত বছরের ক্ষুদে এই ক্রিকেটার একজন লেগ স্পিনার।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া দলের ১৫ তম সদস্য হিসাবে সুযোগ পেয়েছে আর্চি পাশাপাশি ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে টিম পেইনের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্বও দেবে।

জন্মের তিন মাস পরই আর্চির হৃদপিণ্ডে জটিল সমস্যা ধরা পড়ে। ‘মেক এ উইশ’ নামক একটি অস্ট্রেলিয়ান সংগঠন অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে। এই ফাউন্ডেশনটি বাচ্চাদের নানা ধরনের স্বপ্নপূরণ করে থাকে। তারই অংশ হিসেবে সিএ আর্চিকে অস্ট্রেলিয়া দলে সুযোগ করে দেয়। অ্যাডিলেডে প্রথম টেস্ট থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে আর্চি।  

শুধু মুখেই নয়। বোর্ডের সকল ধরনের আনুষ্ঠানিকতায় আর্চির নাম নিবন্ধন করা হয়েছে। ফলে সাত বছরের এই শিশুই এখন অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া সর্ব কনিষ্ঠ ক্রিকেটার।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।