ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নেয়া প্রযোজন: মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নেয়া প্রযোজন: মিঠুন মোহাম্মদ মিঠুন/ফাইল ছবি

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ইতিমধ্যে সব দল নিজেদের মতো করে প্রাক-প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বিশ্বকাপকে সামনে রেখে মূল প্রস্তুতি শুরু করেনি কোনো দলই। যেমন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে ব্যস্ত।

তবে ডিপিএল শেষ করেই টাইগারদের প্রস্তুতি শুরু হবে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজের জন্য। মূলত সেখান থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় একই। তাই বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মনে করেন অায়ারল্যান্ডে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।

মিঠুন বলেন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের কন্ডিশন, আমরা যতটুকু জানি, প্রায় একই। আয়ারল্যান্ডের ম্যাচগুলো খুব ভালো কাজে দিবে আমাদের প্রস্তুতির জন্য। ওখানে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। ওরা ভালো দল। নিজেদের কন্ডিশনে আয়ারল্যান্ডও কঠিন দল। সব মিলিয়ে সেখানে ভালো প্রস্তুতি হবে। ’
 
আপাতত এখন ডিপিএল নিয়েই ভাবছেন মিঠুন। তবে বিশ্বকাপের কন্ডিশনের কথা মাথায় রেখে প্রস্তুতি নেয়া প্রযোজন বলেই মনে করেন তিনি। যদিও ডিপিএলে সেই কন্ডিশন বিচার করাটা মোটেও ঠিক হবে না।  

মিঠুনের মতে, ‘আপাতত ঢাকা লিগেই মনোযোগ। আলাদাভাবে প্রস্তুতি এখনো শুরু করিনি। তবে করব। প্রিমিয়ার লিগ খেলে আমি যদি চিন্তা করি যে ইংল্যান্ডের প্রস্তুতি হয়ে যাচ্ছে সেটা ভুল। কারণ ওখানকার কন্ডিশন পুরো আলাদা। প্রিমিয়ার লিগ খেলার পাশাপাশি ওই কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতিটা জরুরি। ’
 
বিশ্বকাপের আগে ফিটনেস নিয়েও কাজ করাটা জরুরি বলে মনে করেন মিঠুন।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘন্টা, মার্চ ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।