ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দায়িত্বটা কি শুধু প্রশাসনে দায়িত্বরত বাহিনীদের’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
‘দায়িত্বটা কি শুধু প্রশাসনে দায়িত্বরত বাহিনীদের’ রুবেল হোসেন। ফাইল ছবি: বাংলানিউজ

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃহস্পতিবারের (২৭ মার্চ) ঘটনায় সবশেষ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি)। এ ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

ঘটনার পুরোটা সময় বেশ কিছু সাধারণ মানুষ, ছাত্র ও দমকল বাহিনীর সদস্যদের যেমন প্রানপণ চেষ্টা করতে দেখা গেছে জীবিত মানুষ উদ্ধারের। তেমনি কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে ছিলেন শুধু মোবাইল ফোন হাতে।

তারা ব্যস্ত ছিলেন ছবি তোলায় আর ভিডিও করায়। এগিয়ে আসেননি কারো সাহায্যে। উল্টো ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স আসায় বিঘ্ন ঘটে ‘উৎসুক জনতার’ কারণে। এসব দেখে বেশ খেপে যান পেসার রুবেল।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন এই ডানহাতি পেসার। সেখানে ‘উৎসুক জনতার’ কান্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।   

পোস্টে লেখা হয়, ‘আমরা রাস্তা বন্ধ করে তামাশা দেখছি, ছবি তুলছি, লাইভ এ যাচ্ছি আর এই ছেলটি সরাসরি নয় বিবেক দিয়ে "জুতা" মারছে আমাদের। যেখানে আমাদের সাহায্য করার কথা। আসলে দায়িত্বটা কি শুধু প্রশাসনে দায়িত্বরত বাহিনীদের, এ দেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি আমাদের বিবেক হারিয়ে ফেলেছি? এই ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিন। আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত ছিল।

আল্লাহ কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ আমরা জানি না । অতএব তোমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকো। দুনিয়া দুনিয়া করে পরকাল ভুলে যেও না ,এই দুনিয়া ক্ষনিকের চিরস্থায়ী নয়।

স্যালুট ফায়ার সার্ভিসের ঐ সমস্ত সেনাদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এবং মানবতা কে জয় করার আপ্রাণ চেষ্টা করেছেন। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।