চন্দ্রশেখরের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডসহ সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার গভীর শোক জানিয়েছেন।
১৯৮৮ থেকে ৯০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে খেলেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
হার্ডহিটার এই ব্যাটসম্যান অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি সাফল্য পেয়েছিলেন। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ১৯৮৭-৮৮ মৌসুমে রাজ্যের হয়ে দ্বিতীয় রঞ্জি ট্রফি জয় করেন। সেবার উত্তর প্রদেশের হয়ে কোয়ার্টার ফাইনালে ১৬০ ও ফাইনালে রেলওয়ের হয়ে ৮৯ রান করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে চন্দ্রশেখর ৪৩.০৯ গড়ে ৪৯৯৯ রান করেছেন।
এছাড়া তিনি জাতীয় দলের কোচিং থেকে শুরু করে আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএমএস