ক্যাম্পের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মারিও ভিল্লাবারায়নে। তিনি বলেন, ‘কন্ডিশিনিং ক্যাম্পের জন্য চার দিন যথেষ্ট সময় নয়।
ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে ম্যাচ না থাকলেও এই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। মাশরাফি সম্পর্কে ট্রেনার বলেন, ‘এখন কোন ওয়ানডে ম্যাচ নেই। তাই মাশরাফির ফিটনেস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হাতে যেহেতু সময় রয়েছে তার মতে করে ট্রেনিং করা উচিৎ। ’
ইনজুরির কারণে বোলিং করতে পারেছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আশার কথা হলো বোলিং শুরু করেছেন তিনি। ট্রেনার মনে করেন তাকে নিয়ে আরও কাজ করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএআর/ইউবি