পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে সালমা খাতুনরা তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৬ অক্টোবর। ২৮ ও ৩০ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ।
ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই অংশ হিসেবে বাংলাদেশের মেয়েদের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলেছিল পাকিস্তানের নারীরা। আগামী মাসে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে সরফরাজ আহমেদরা।
সালমা খাতুনদের এটি দ্বিতীয় পাকিস্তান সফর। ২০১৫ সালে দু’টি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডে খেলতে করাচি গিয়েছিল বাংলাদেশেরে মেয়েরা। দুই সপ্তাহের সফরের জন্য টাইগ্রেসরা ২৩ অক্টোবর পাকিস্তানে যাবে। গত বছর চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ইউবি