ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬১ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।  

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে দলের চাপ সামাল দেন কলিন ডি গ্রান্ডহোমি ও টম ব্রুস।

তাদের ব্যাটিং দৃঢ়তায় দল জয়ের দিকে এগোয়।
 
১০৯ রানের জুটি গড়েন গ্রান্ডহোমি ও ব্রুস। অর্ধশতক তুলে নেন দু’জনেই। দলীয় ১৪৭ রানে গ্রান্ডহোমি ৫৯ রান করে আউট হন। এরপর ৫৩ রান করা ব্রুস রান আউটের শিকার হন।
 
অবশ্য আর কোনো বিপদে পড়তে হয়নি কিউইদের। দুই বল হাতে রেখে ৬ উইকেটে ১৬৫ রান তোলে নিউজিল্যান্ড। লঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়া তিনটি এবং ইসুরু উদানা ও হাসারাঙ্গা ডি সিলভা একটি করে উইকেট নেন।
 
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৯ রান আসে নিরোসান ডিকোয়েলার ব্যাট থেকে। এছাড়া আভিস্কা ফারনান্দো ৩৭ ও কুশল মেন্ডিস ২৬ রান করেন।
 
কিউই বোলার সেথ র‌্যান্স তিনটি, টিম সাউদি ও স্কট ক্রুগগিলেইজ্ন দু’টি এবং ইশ সোদি একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন টিম সাউদি।
 
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।