২০১৮ সালে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কারণে বিপিএল অনুষ্ঠিত হয়নি। তা পিছিয়ে চলতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী বলেছিলেন যে চলতি বছর কোনো বিপিএল হবে না। এক বছরে দুটি বিপিএল হওয়ার নিয়ম নেই। তবে অর্থমন্ত্রীর এই মন্তব্যকে নিজের ব্যক্তিগত মতামত বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
বুধবার (০৪ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘উনি (অর্থমন্ত্রী) কালকে যে কথাটা বলেছেন সেটা হয়তো তার ব্যক্তিগত কথা বলে আমি মনে করি। বিপিএল হবে কি হবে না এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে, গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আছে এবং তার ওপর আছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট। বোর্ড ডিসিশন নেবে বিপিএল হবে কি হবে না। আর বিপিএল না হওয়ার আমি কোনো কারণ দেখি না। ’
এদিকে বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিপিএল নিয়ে করা তার ওই মন্তব্য প্রত্যাহারা করে নিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিপিএল হবে না সেটা বলেছিলাম, আমি ক্রিকেট থেকে অনেক দূরে, আমার ভুলভ্রান্তি হতে পারে। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশ নেই। সেখানে বিদেশি প্লেয়ার প্রয়োজন হয়, সেখানে যা যা লাগে তার জন্য আমার একজন ফ্রেন্ড রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম তুমি কতটুকু রেডি। সে আমাকে জানায় এবার বিপিএল করতে পারবো না। ’
‘কেন পারবো না জানতে চাইলে সে জানায় এক বছরে দু’টি বিপিএল হয় না, তোমরা একটি করে ফেলেছ। সেটা বিশ্বাস করে ঘটনার ভিতরে না গিয়ে বলেছি এ বছর বিপিএল হবে না। ’
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরএআর/এমএমএস