শুক্রবার (০৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় তাইজুল ইসলাম ও মেদেহি হাসান ১০ ওভার শেষ করার পর বোলিংয়ে আসেন সাকিব। এমন সময় তার ওভারের মাঝে সেই ভক্ত ফুল নিয়ে হাজির।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠলে শুরুতে সাকিব হালকা রসিকতা করে বললেন, ‘সে যেভাবে ফুল বাড়িয়ে ধরলো, আমি তো ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে...(হাসি)। ’
সাকিবের কথায় সংবাদ সম্মেলনের কক্ষে হাসির রোল উঠলেও কিছুক্ষণ পরেই অধিনায়কের মুখ থেকে বেরিয়ে এলো আসল কথা, ‘আমি চাই না এমন কিছু হোক। খেলার মাঠে এসব একদম না হওয়াই ভালো। ’
এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৬ সালের এই আফগানদের বিপক্ষেই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সেবার এক দর্শক নিরাপত্তা বাধা টপকে গ্যালারি থেকে ছুটে গিয়ে মাশরাফিক জড়িয়ে ধরেছিলেন।
শুধু মাশরাফি নয়, মুশফিকের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে পরপর দুদিন মাঠে দর্শক ঢুকে যায়। এসব ঘটনায় চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর মাঠের নিরাপত্তা বাড়ানো হয়। কিন্তু সাকিবের সঙ্গে যা ঘটলো তাতে নিরাপত্তার ঘাটতিটা ফের প্রকাশ্যে চলে এলো।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএইচএম