রাজাকে স্কোয়াডের বাইরে রাখা প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট নির্বাচকমণ্ডলির আহ্বায়ক চাবাগুতা বলেন, ‘আমাদের অধিনায়ককে সমর্থন করা গুরুত্বপূর্ণ। সে মাসাকাদজা হোক বা অন্য কেউ।
অভিজ্ঞদের পাশাপাশি জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে নতুন মুখ টনি মুনিয়োঙ্গা। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মাসাকাদজা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সিরিজটির।
জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাবা, রিচমন্ড মুতুমবামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা, মুতোমবোদজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, এইনসলে এনদলোভু, টিমাইসেন মারুমা, রায়ান বার্ল।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
ইউবি