৫ উইকেটে ২০০ রান নিয়ে চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো দলীয় ২২৮ রানে বিদায় নেন।
ফলো-অনের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই শঙ্কা দূর করে দেন জশ বাটলার। তার ৬৫ বলে ৪১ রানের ইনিংসের কল্যাণে ফলো-অন এড়ায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অলআউট হয় ৩০১ রানে। অস্ট্রেলিয়ার জশ হ্যাজালউড ৪টি এবং মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ৩টি করে উইকেট নেন।
১৯৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্টুয়ার্ট ব্রড ও জোফরা আর্চারের বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেট জুটিতে ম্যাথু ওয়েডকে সাথে নিয়ে সেই চাপ সামাল দেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি করা অভিজ্ঞ স্টিভ স্মিথ।
১০৫ রানের জুটি গড়েন স্মিথ ও ওয়েড। অর্ধশতকের দেখা পান স্মিথ। দলীয় ১৪৯ রানে স্মিথ ৮২ রান করে আউট হন। ওযেড ৩৪ রান করে বিদায় নেন। ৬ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে। আর্চার ৩টি, ব্রড ২টি ও জ্যাক লিচ ১টি উইকেট নেন।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে টার্গেট দাড়ায় ৩৮৩ রান। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদের পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারেই জো বার্নস ও জো রুটের উইকেট পরপর দুই বলে তুলে নেন প্যাট কামিন্স। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮ রান। জো ডেনলি ১০ ও জেসন রয় ৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএআর