ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২০২/৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২০২/৫ ছবি: সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান আর সফরকারী শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন আলোক স্বল্পতা আর বৃষ্টির কারণে পুরো খেলা সম্ভব হয়নি। প্রথম দিন শেষে লঙ্কানরা ৫ উইকেট হারিয়ে তুলেছে ২০২ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ওপেনিং জুটিতে দলপতি দিমুথ করুনারত্নে এবং ওশাদা ফার্নান্দো তুলে নেন ৯৬ রান।

করুনারত্নে ১১০ বলে ৯টি চারের সাহায্যে করেন ৫৯ রান। ফার্নান্দো ৮১ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৪০ রান।

তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ১০, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩১ রান করেন। দিনেশ চান্দিমাল (২) দ্রুতই বিদায় নেন। দিন শেষে ৩৮ রানে অপরাজিত আছেন ডি সিলভা এবং ১১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন নিরোশান দিকওয়েলা।

পাকিস্তানের নাসিম শাহ দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।