এ বিষয় নিয়ে স্থানীয় পুলিশের এসপি অখিলেশ নারায়ণ বলেন, ‘তারা দু’জন প্রতিবেশী এবং এ ব্যাপারে তারা পুলিশকে অবিহিত করেছে। তাদের দেওয়া তথ্যমতে আমরা তদন্ত করছি।
এ ঘটনার ভিকটিম দীপক শর্মা অবশ্য জানিয়েছেন, পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং বলেছে উপরের মহলে গিয়ে ব্যাপারটি জানাতে, কেননা এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটার জড়িত।
অভিযোগে দীপক শর্মা বলেন, ‘বিকেল ৩টায় আমি আমার ছেলের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। প্রবীন কুমার এসময় তার গাড়ি নিয়ে এলেন এবং প্রথমে বাস চালককে অপমান করলেন এবং পরে আমাকেও। পরবর্তীতে সে আমাকে পেটালেন ও আমার হাত ভেঙে দিলেন। ’
তিনি আরও বলেন, ‘কুমার আমার ছেলেকেও ধাক্কা দেন, ফলে সে পিঠে চোট পায়। এখন পুলিশ আমাকে সমঝোতা করতে বলছে। এমনকি আমি এখন মৃত্যুর হুমকিও পাচ্ছি। ’
এদিকে প্রবীন কুমারের বিবৃতি অবশ্য এখনও পাওয়া যায়নি।
২০০৭ সালে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ৬৮টি ম্যাচ খেলেছেন প্রবীন কুমার। এছাড়া তিনি ৬টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টিও খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমএমএস