চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে দলের সব খেলোয়াড়কে। নির্ধারিত সময়ের থেকে চার ওভার কম বোলিং করে এই জরিমানার কবলে পড়েছে উইন্ডিজ।
ম্যাচ রেফারি ডেভিড বুন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের জরিমানার সিদ্ধান্তের কথা জানান। দলের সবাইকে গুণতে হচ্ছে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা।
আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
এই শাস্তি মাথা পেতে নিয়েছেন উইন্ডিজ দলপতি কাইরন পোলার্ড এবং তার সতীর্থরা। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮৭ রান করে ভারত। জবাবে শিমরন হেটমায়ার ও শাই হোপের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমআরপি