ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দল না পাওয়া ইউসুফ পাঠানকে টুইটে সান্ত্বনা ইরফানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
দল না পাওয়া ইউসুফ পাঠানকে টুইটে সান্ত্বনা ইরফানের ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসের হাত ধরে আইপিএল যাত্রা শুরু হয়েছিল ইউসুফ পাঠানের। টুর্নামেন্টের প্রথম সংস্করণ জিতেছিল রাজস্থান। সেবার পাঠানের ব্যাট থেকে এসেছিল ৪৩৫ রান। ওই আইপিএলে ৮টি উইকেটও নিয়েছিলেন ইউসুফ।

এবার আইপিএল নিলামে তার বেইস প্রাইস ছিল ১ কোটি রুপি। কিন্তু, নিলামে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে যান ইউসুফ পাঠান।

২০২০ আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যাওয়ায় অবাকই হয়েছেন ইউসুফের ভাই ইরফান পাঠান।

দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলেন ভাই ইরফান পাঠান। টুইট করে বললেন, ‘এ রকম ছোটখাটো ধাক্কা দিয়ে তোমার দুর্দান্ত ক্যারিয়ারকে মাপলে কিন্তু ভুল করা হবে। ক্যারিয়ার জুড়ে তুমি দুরন্ত পারফর্ম করেছ। তুমি সত্যিকারের ম্যাচ উইনার। তোমাকে সব সময় ভালোবাসি লালা। ’

আইপিএলে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো ইউসুফ পাঠানকে নিলামের আগেই সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছিল। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তিনি ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

গত আসরে ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাত্র ৪০ রান করেছিলেন, সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৬। পুরো আসরে মাত্র এক ওভার বল করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।