অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে ভন বলেন, ‘আইসিসির র্যাংকিং নিয়ে আমি পুরোপুরি সততার সঙ্গে বলব। আমি মনে করি এগুলো একদম আবর্জনা।
ভন আরও বলেন, ‘তারা (ইংল্যান্ড) ঘরের মাটিতে সিরিজ জিতেছে। ঘরের মাটিতে তারা একবার অ্যাশেজ সিরিজে ড্র করেছে। তারা শুধু আয়ারল্যান্ডকে হারিয়েছে। আমার মতে, র্যাংকিং কিছুটা বিভ্রান্তিকর। আমার মতে, নিউজিল্যান্ড কিছুতেই দ্বিতীয় সেরা টেস্ট দল নয়। আমি মনে করি, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। ’
টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া। ভনের মতে দলটি আরও ভালো অবস্থানের দাবিদার। অজিদের প্রশংসায় সাবেক এই ইংলিশ ওপেনার বলেন, ‘আমার মতে টেস্ট ক্রিকেটের সবচেয়ে সেরা দল এখন ভারত এবং অস্ট্রেলিয়া। এতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি, তাদের (অস্ট্রেলিয়া) এখন শুধু একটা দলই চাপে ফেলতে পারে, ভারত। ’
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএইচএম