ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমসিসি’র কমিটিতে সাকিবের জায়গায় স্যার কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমসিসি’র কমিটিতে সাকিবের জায়গায় স্যার কুক সাকিব আল হাসান ও অ্যালিস্টার কুক

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। এর আগে এই দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় দুই বছর নিষিদ্ধ (১ বছর স্থগিত) হওয়ায় কমিটি থেকে বাদ দেওয়া হয় সাকিবকে। এর তিন মাস পর তার বিকল্প হিসেবে ইংলিশদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের (১২ হাজার ৪৭২) মালিক  কুককে বেছে নেওয়া হলো।

আর ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপের জায়গায় এসেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট।

ক্রিকেটের আইন-কানুন পর্যালোচনার জন্য কাজ করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদের নিয়ে গঠিত এ স্বাধীন কমিটি। ২০০৬ সালে গঠিত বিশ্ব ক্রিকেট কমিটি প্রতি বছর দু’বার আলোচনায় বসে।  

এমসিসি’র বর্তমান কমিটিতে আরও আছেন- সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং, সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।