ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানির মামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানির মামলা শোয়েব আখতার-ছবি: সংগৃহীত

ফের ঝামেলায় জড়ালেন শোয়েব আখতার। উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছিলেন সাবেক এই 'গতিদানব'। কথা প্রসঙ্গে পিসিবি'র আইন বিষয়ক উপদেষ্টাকেও একহাত নিয়েছিলেন। এবার সেটারই ফল ভোগ করতে হচ্ছে তাকে।

নিজের ইউটিউব চ্যানেলে পিসিবি'র আইন বিষয়ক উপদেষ্টা তাফাজ্জুল রিজভীকে ধুয়ে দিয়েছিলেন শোয়েব। এবার এর জবাবে সরাসরি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'র বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিলেন রিজভী।

শুধু তাই নয়, শোয়েবের বিরুদ্ধে ফৌজদারি আইনেও মামলা করেছেন তিনি।  

মামলা করা ছাড়াও শোয়েবের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বরাবর সাইবার অপরাধের অভিযোগও দায়ের করেছেন পিসিবি'র দীর্ঘদিনের এই আইনজীবী। এছাড়া আইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে শোয়েবকে সাবধান করে দিয়েছে দেশটির বার কাউন্সিল।  

এদিকে পিসিবি শোয়েব আখতারের বিতর্কিত কিছু শব্দ ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে। এক বিবৃতির মাধ্যমে পিসিবি'র আইন বিভাগ এবং আইন উপদেষ্টাকে নিয়ে তার মন্তব্যে হতাশা ব্যক্ত করা হয়েছে। সেই বিবৃতিতে নিজের ভিডিওতে শোয়েব যে ভাষা ব্যবহার করেছেন তা 'অত্যন্ত অনুপযুক্ত এবং অসম্মানজনক' হিসেবে অভিহিত করা হয়েছে।

পিসিবি'র বিবৃতি থেকেই এটা জানা গেছে যে, শোয়েব আখতারের বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে মামলা করেছেন রিজভী। তবে একই ব্যবস্থা পিসিবিও নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত প্রস্তাব পেয়ে গোপন করায় পিসিবি কর্তৃক উমর আকমলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে নাখোশ হন শোয়েব আখতার। তার মতে, উমরের এই অধঃপতনের পেছনে পিসিবিরও দায় আছে। এমনকি তিনি রিজভীকে কটাক্ষ করার পাশাপাশি তার আইনি অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।