ওপেনিং ব্যাটসম্যান হিসেবে হাসি ভারতের মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে বেছে নিয়েছেন। আর ব্যাটিংয়ে তিন ও চার নাম্বার পজিশনে আছেন টেস্ট ইতিহাসের কিংবদন্তি দুই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকার।
পাঁচে আছেন বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ছয় নম্বর পজিশনটি সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিসের। আর উইকেটরক্ষ-ব্যাটসম্যান হিসেবে আছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।
তিন পেসারের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং মরনে মরকেল ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। আর দলে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কান ঘূর্ণি জাদুকর মুত্তিয়া মুরালিধরন।
হাসির 'সেরা শত্রু' একাদশ: বীরেন্দ্র শেবাগ, গ্রায়েম স্মিথ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, মরনে মরকেল, জেমস অ্যান্ডারসন, মুত্তিয়া মুরালিধরন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএমএস