ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সংকটে হতবাক খাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ৩, ২০২০
ক্রিকেট অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সংকটে হতবাক খাজা উসমান খাজা

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অর্থনৈতিক সংকট দেখে বিস্ময় প্রকাশ করেছেন কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া উসমান খাজা। বোর্ডের এই অর্থনৈতিক সংকটের পেছনে ‘অব্যবস্থাপনা’কে দায়ী করেছেন অজিদের এই টপ-অর্ডার ব্যাটসম্যান। 
 

বিশ্বের অন্যতম ধনী বোর্ডের একটি সিএ। কিন্তু নিজ দেশের বোর্ডের অর্থনৈতিক সংকট দেখে অবাক খাজা ফক্স স্পোর্টসকে বলেন, ‘আমি খুবই হতবাক।

কারণ আমি জানতাম যে রাজস্ব সম্পর্কে আমাদের অনুমান অনেক উঁচুতে এবং আমি মনে করি এখনও তাই আছে। ’ 

৩৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান আরও বলেন, ‘এটা কিছুটা বিভ্রান্তিকর। আমার কাছে সমস্ত আর্থিক তথ্য নেই। তবে এই মুহুর্তে মনে হচ্ছে, এতে অর্থনৈতিক গোলমাল রয়েছে। নিঃসন্দেহে কোথাও না কোথাও অব্যবস্থাপনা আছে। ’ 

গত অ্যাশেজে ভালো করতে না পারার ফল ভোগ করছেন খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হলো এই টপ অর্ডার ব্যাটসম্যানকে।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ০৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।