রোববার (মে ১০) রাতে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের আমন্ত্রণে ফেসবুক লাইভে একথা জানান মুলতান টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি আরও জানান, শুধু মাশরাফির অনুপস্থিতি নয়, বাজে আম্পারিংয়ের কারণেও ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
সুজন বলেন, ‘পুরো সিরিজের তিনটি ম্যাচই আমরা হেরেছিলাম কিন্তু ভালো খেলেছিলাম। করাচি টেস্টে ভালো খেলে ম্যাচ চার দিনে গিয়েছিলাম। দ্বিতীয় টেস্টে পেশোয়ারে ভালো খেলেও পরে আট উইকেটে হেরে যাই। দ্বিতীয় টেস্টের আগে কোচ ডেভ হোয়াটমোর বলেছিলেন, মাশরাফির ইনজুরির সম্ভবনা রয়েছে, তাই ওকে যেকোনো একটি টেস্ট ম্যাচে খেলাবো। হয় পেশোয়ার না হয় মুলতান। আমি উইকেট দেখে মাশরাফিকে বলেছিলাম যে, এটা ফ্ল্যাট উইকেট ব্যাটিং করার জন্য তো তুই মুলতান টেস্টটা খেল। কিন্তু মাশরাফি বলেছিল যে, আমি এটা খেলি ভালো করলে তো আর বাদ দিতে পারবে না। কিন্তু পরে মুলতান টেস্টের উইকেটে ঘাস দেখে কোচ ডেভকে বলেছিলাম যে, মাশরাফিকে খেলাবো কিন্তু ডেভ বললো যে, না আমি দেব না খেলতে। আগেই বলেছি যেকোনো একটা খেলবে, সে ইতিমধ্যে দুটি টেস্ট খেলেছে। ’
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মে ১১, ২০২০
আরএআর/টিএম/এসআইএস