সেই টেস্টে মহাকাব্যিক ইনিংস খেলার পথে হানিফ ৯৭০ মিনিট উইকেটে ছিলেন। যেটি ঘণ্টার হিসেবে ১৬ ঘণ্টার বেশি।
৪৪ বছর পর ইনজামাম-উল-হক দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে দেশটির হয়ে এক ইনিংসে ৩০০ রানের মাইলফলক গড়েন। লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৩২৯ রান। যদিও সতীর্থের অভাবে তার ইনিংস আরও লম্বা করা হয়নি। আর মাত্র ৮ রানের জন্য পেরুতে পারেননি হানিফ মোহাম্মদকে।
ম্যাচ শেষে অবশ্য সাংবাদিকরা ইনজির কাছে জানতে চেয়েছিলেন, রেকর্ড হাতের কাছে পেয়েও না ভাঙতে পারায় আফসোস আছে কিনা? জবাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, হানিফের রেকর্ড নিয়ে তার কোনো চিন্তাই ছিল না।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও-তে ইনজামাম বলেন, ‘আমার মনে আছে শেষ ব্যাটসম্যান হিসেবে যে ছিল তার কাছে আমি জানতে চাই, তুমি কি কিছুক্ষণ থাকতে পারবে। তবে তার চেহারা বলছিল সে আত্মবিশ্বাসী না। ফলে আমি বড় শট শুরু করি ও অবশেষে বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যাই। যদি অন্য প্রান্তে ভালো একজন ব্যাটসম্যান থাকতো, তবে আমি নিশ্চিত ইনিংস আরও লম্বা করতে পারতাম। ’
তিনি আরও বলেন, ‘তবে সত্যি বলতে হানিফ ভাইয়ের রেকর্ড ভাঙার কোনো ইচ্ছাই আমার ছিল না। কোনো পাকিস্তানি সতীর্থের রেকর্ড ভাঙা নিয়ে কখনো আমি খুশি হই না। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন কেউ আমার কাছে জানতে চেয়েছিল রেকর্ড মিস করায় আমি হতাশ কিনা? আমি বলেছিলাম আমার কি ৩২৯ রান নিয়ে খুশি থাকা উচিৎ নয়, নাকি ৮ রান কম করেছি বলে দুঃখিত হবো। ’
ইনজামাম পাকিস্তানের গ্রেট ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। যেখানে ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ২০ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ১১, ২০২০
এমএমএস