বৃহস্পতিবার (২৮ মে) বাংলানিউজকে ঘাতক চালকদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন ইমরুল নিজেই।
চালক ও সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় ধরে নিয়ে গিয়েছিল।
ইমরুল বলেন, ‘আমার বাবাকে আমি হারিয়েছি। তো চিন্তা করে দেখলাম ওদেরকে বিপদে ফেললে তো আমি আমার বাবাকে ফিরে পাবো না। শুধু শুধু থানা-পুলিশের ঝামেলা করে কি লাভ। পাশাপাশি তাদের পরিবারের কথা চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম যে, ওরা গরিব মানুষ, ওদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে আমার তো কিছু হবে না আর আমি শান্তিও পাবো না। আমার বাবা তো আর ফিরে আসবে না। তাই সবকিছু চিন্তা করেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। পুলিশ ওই গাড়িটি আটক করেছিল। ড্রাইভার, সহযোগীকেও গ্রেপ্তার করেছিল। তাদের শাস্তি দিলে তো তারা ক্ষতিগ্রস্থ হবে। এসব চিন্তা করেই এসপিকে ফোন দিয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৮, ২০২০
আরএআর/ইউবি