এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছ, ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে (২০১৯) রোহিত দারুণ খেলেছে। বিশ্বকাপ ইতিহাসের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন তিনি।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘এই পুরস্কারের মনোনয়নের জন্য বিভিন্নভাবে অনেক কিছুই বিবেচনা করতে হয়েছে। রোহিত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই আমি মনে করি, সে এই পুরস্কারের জন্য যোগ্য দাবিদার। ইশান্তও টেস্টে ভালো করেছে। আমরা এখন টেস্টের এক নম্বর দল, যার পেছনে তার অবদান রয়েছে। শিখরও আইসিসির ইভেন্টে ভালো রান করেছে। দীপ্তিও ভালো অলরাউন্ডার। সে তার দলের জন্য অবদান রেখেছে। ’
খেলরত্ন পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেটের পাশাপাশি সাড়ে ৭ লাখ রুপি আর্থিক পুরস্কার দেওয়া হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ৩১, ২০২০
আরএআর/ইউবি