তামিম আরও জানান, বড় দলের বিপক্ষে আগে ফিল্ডিং নিলে ম্যাচের ফল কী হবে তা আগে থেকে বুঝে নিতে অভ্যস্ত ছিল তার দল। তবে এখন বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো দলকে হারানোর।
৩১ বছর বয়সী ওপেনার বলেন, ‘সম্ভবত ৫-৬ বছর আগে, যখন কোনো বড় দলের বিপক্ষে খেলতাম তখন ম্যাচের ফল কী হবে তা আগে থেকে আমরা বুঝে ফেলতাম। জয় বা পরাজয় নিয়ে কেউ ভাবতো না। তবে আমরা এখন এভাবে ভাবি না, এটাই সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছে। ’
তিনি আরও বলেন, ‘যখন আমরা ড্রেসিংরুমে বসি, আমরা জানি, আমাদের জিততে হবে এবং আমরা জিততে পারি। আমাদের সেই বিশ্বাস আছে। গত ১০ বছরে এটাই সবচেয়ে পরিবর্তন যা দলে জায়গা করে নিয়েছে। এমনকি সমর্থকরাও এখন জানে যে বাংলাদেশের জয়ের সুযোগ আছে। ’
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ০২, ২০২০
ইউবি