ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
চলে গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির খালিদ ওয়াজির

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিলেন। 

খালিদ ওয়াজিরের জন্ম ১৯৩৬ সালে, ভারতের জালান্দরে। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার সৈয়দ ওয়াজির আলীর সন্তান।

তার বাবা জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন। তবে ওয়াজির সুযোগ পেয়েছেন কেবল দু’টি টেস্ট খেলার।  

১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে মাত্র ১৪ রান নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ওয়াজিরের। ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২৭১ রান। নিয়েছেন ১৪ উইকেট।  

ওয়াজিরের সবচেয়ে সফল পারফর্ম্যান্স ছিল ল্যাঙ্কশায়ার লিগে। পশ্চিম ল্যাঙ্কশায়ারের বিপক্ষে ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।