ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আপাতত ভালো আছেন সৌরভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
আপাতত ভালো আছেন সৌরভ সৌরভ গাঙ্গুলী/ছবি: সংগৃহীত

কলকাতা: প্রাথমিক উদ্বেগ কাটিয়ে আপাতত ভালো আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রাতে ভালো ঘুম হয়েছে তার।

গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক।  

শনিবার (২ জানুয়ারি) বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। তারপর তিনি ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠছেন। তবে হার্টে ৯০ ভাগ ব্লকেজ থাকায় আরও দুটো স্টেন্ট বসতে পারে বলে জানানো হয়েছে। তবে তা নিয়ে সোমবার (৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আট সদস্যের মেডিক্যাল বোর্ড।

এর আগে শনিবার সৌরভের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। রাতে জ্বরও আসেনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত রাত একেবারে ঘটনাবিহীনভাবে কেটেছে। ভালোভাবে ঘুমিয়েছেন সৌরভ। সকালে প্রাতরাশ সেরেছেন। শনিবার রাতে হালকা ডিনারও করেছেন তিনি।  

সকালের রুটিন ইসিজি রিপোর্টে কোনো অস্বাভাবিকত্ব ধরা পড়েনি। রক্তচাপের মাত্রা এবং রক্তে অক্সিজেন স্যাচুরেশন লেভেলও স্বাভাবিক। তবে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দেওয়া হয়েছে।

সৌরভের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু জানিয়েছেন, চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। গল্প করছেন। সকালে কাগজ পড়েছেন। তবে সৌরভের বাকি যে দুটি ধমনীতে ব্লকেজ আছে, তাতে বাইপাস সার্জারি না করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল। তাতে স্টেন্ট বসানো হবে।

চিকিৎসক স্বরোজ মণ্ডল জানান, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন সৌরভ। তবে আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হবে। তারপর একমাসের মতো বাড়িতে টানা বিশ্রামে থাকতে হবে। সেই বিশ্রাম পর্ব কাটিয়ে আবারও নিজের দৈনন্দিন কাজ শুরু করতে পারবেন তিনি।

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১টায় বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়।  

হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। তার চিকিৎসায় গঠন হয়েছে ৫ সদস্যের টিম।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ভিএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।