ইনজুরি জর্জরিত দল নিয়েই সিডনিতে জয়ের সমান ড্র করেছে ভারত। একে তো দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই।
সিডনি টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় পেসার মিচেল স্টার্কের বলে চোট পান জাদেজা। ফিজিওর সঙ্গে আলোচনা করে এরপরও ব্যাটিং চালিয়ে যান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। ভারতের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট করার সম্ভাবনা ছিল না বললেই চলে। অবশ্য তাকে ছাড়াই শেষ দিনে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে ভারত।
সোমবার রাতে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিডনিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন জাদেজা। এরপর দেশে ফিরে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। চোটের কারণে এই সিরিজে ভারত শুরু থেকেই পায়নি সবচেয়ে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে। এছাড়া ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদবের মতো তারকা পেসাররা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএমএস