ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
কোহলিদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো ইংলিশরা শট খেলার পথে বেয়ারস্টো

টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেই বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত। টিম ইন্ডিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড।

 

আহমেদাবাদের মোতেরায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে মাত্র ১২৪ রান করতে পারে ভারত। মামুলি রান তাড়া করতে নেমে ২৭ বল বাকি রেখে ২ উইকেটে ১৩০ রান করে জয় তুলে নেয় ইয়ন মরগানের দল।  

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত দলীয় তিন অঙ্ক পেরোনো পুঁজি পায় শ্রেয়াস আয়ারের ব্যাটে চড়ে। ৪৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৭ রান করেন তিনি। আয়ার ছাড়া দুই অঙ্কের ঘরে পা দিতে পেরেছেন কেবল উইকেরক্ষক রিষভ পন্ত (২১) ও হার্দিক পান্ডিয়া (১৯)। এছাড়া টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলিরা ব্যর্থ ছিলেন ব্যাট হাতে।  

জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তুলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় (৪৯) ও জস বাটলার (২৮)। তাদের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌছে দেন দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান (২৪) ও জনি বেয়ারস্টো (২৬)।  

ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জোফরা আর্চার। দু’দলের পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।