ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

কিংবদন্তি ক্রীড়া তারকাদের নামে গ্যালারি, স্ট্যান্ড কিংবা আস্ত স্টেডিয়ামের নামকরণ নতুন কিছু নয়। তবে পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা বেশ বিরল।

আর সেই বিরল সম্মানই পেলেন সাবেক ‘স্পিড স্টার’ শোয়েব আখতার।

সম্প্রতি রাওয়ালপিন্ডির একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শোয়েব আখতারের নামে। জন্ম শহরে নিজের নামে স্টেডিয়ামের নামকরণ হওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত ইতিহাসের সর্বোচ্চ গতির এই ফাস্ট বোলার। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি। অগণিত ভক্ত ও সমর্থক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

ফেসবুকে শোয়েব আখতার লিখেছেন, ‘রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামের নাম বদলে শোয়েব আখতার স্টেডিয়াম রাখায় সম্মানিত বোধ করছি। ভাষা হারানোর মতো পরিস্থিতিতে কখনো পড়িনি, তবে আজ এমনটাই হয়েছে। বছরের পর বছর ধরে সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবসময় পাকিস্তানের সেবায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি আমাদের পতাকাকে সমুন্নত রাখার চেষ্টা করেছি। এখনও প্রতিদিন আমি গর্বের সঙ্গে তারকা বুকে ধারণ করি। ‘

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাওয়ালপিন্ডিতে অবস্থিত খান রিসার্চ ল্যাবরেটরিজ (কেআরএল) গ্রাউন্ডের নাম বদলে রাখা হয়েছে শোয়েব আখতার স্টেডিয়াম। স্টেডিয়ামটি মূলত ক্রিকেট ও ফুটবল খেলার কাজে ব্যবহৃত হয়। এর নামকরণ করা হয়েছিল পাকিস্তানের নিউক্লিয়ার সমৃদ্ধকরণ কেন্দ্র ‘খান রিসার্চ ল্যাবরিটরিজ’ এর নামে।

৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বর্তমানে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। পাকিস্তান প্রিমিয়ার লিগের দল কেআরএল এফসির ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়। এই মাঠে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলা হয়। খান রিসার্চ ল্যাবরেটরিজ ক্রিকেট দলেরও এটা ঘরের মাঠ। ২০১৯ সালে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচ আয়োজনের জন্য এই স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ব্যবহার করার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

Humbled and honoured to share that the historic KRL Stadium in Rawalpindi has been renamed as Shoaib Akhtar Stadium. I...

Shoaib Akhtar এতে পোস্ট করেছেন শনিবার, 13 মার্চ, 2021

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।