ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেতার পর জরিমানা গুনতে হচ্ছে কোহলিদের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জেতার পর জরিমানা গুনতে হচ্ছে কোহলিদের

আহমেদাবাদে রোববার (১৪ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে ভারত। তবে ম্যাচটিতে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা হচ্ছে।

 

আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন বিরাট কোহলির দলের ওপর। অন-ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী, কেএন অনন্তপদ্মভান এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্রর শর্মা টিম ইন্ডিয়ার ওপর স্লো-ওভার রেটের অভিযোগ আনেন।  

কোহলি এই অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করে নিয়েছেন। যার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।  

আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.২২ অনুযায়ী খেলোয়াড়রা যদি কমপক্ষে ওভার-রেট অপরাধ করে থাকেন তবে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দেওয়ার শাস্তি পায়।  

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ভারত। একই ভেন্যুতে সিরিজের বাকি তিন ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ মার্চ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।