ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সৌম্য-সাইফউদ্দিন, তিন ফরম্যাটেই সাকিব!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সৌম্য-সাইফউদ্দিন, তিন ফরম্যাটেই সাকিব!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১০ মার্চ) ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। চুক্তিতে থাকা ২১ জন ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটেই জায়গা করে নিয়েছেন ছুটিতে থাকা সাকিব আল হাসান।

 

দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট থেকে নিজের নাম উঠিয়ে নেওয়ার নানা ইঙ্গিত প্রকাশ করেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু বিসিবি সভাপতি সাকিবের বিপরিতেই ছিলেন সবসময়। নিজেই নিশ্চয়তা দিয়েছেন সাকিব খেলবেন টেস্টে। অবশ্য শেষ পর্যন্ত দেখা যায় সাকিব ঠিকই ছুটি নিয়েছেন। কিন্তু এবার দক্ষিণ আফ্রিকা সফরে তাকে উল্টো বাধ্যতামূলকভাবে ছুটি দিয়েছে বিসিবি। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে সাকিবের এত অনিহার পরেও কেন্দ্রীয় চুক্তিতে তার নাম দেখাটা অবাক লাগার বিষয়!

শেষবারের করা চুক্তিকে ২৪ জন ক্রিকেটার থাকলেও এবার সংখ্যা কমিয়েছে বিসিবি। চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডের চুক্তিতে ১০ জন ও টি-টোয়েন্টির চুক্তিতে ১২ জন ক্রিকেটার আছেন।  

চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। অপরদিকে চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।  

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা
 
টেস্ট ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।